বাণী
সাইক শিক্ষা পরিবারের অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান “সাইক পলিটেকনিক ইনস্টিটিউট” কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ ও ভিশন-২০২১ বাস্তবায়নে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় “সাইক পলিটেকনিক ইনস্টিটিউট” কারিগরি শিক্ষার গুণগত মান বজায় রাখাসহ হাতে কলমে শিক্ষার উপর গুরুত্বরোপ করেছে। শিক্ষার অন্যতম হাতিয়ার হচ্ছে কারিগরি শিক্ষা, ভবিষ্যতে দক্ষ জনশক্তি ও ডিপ্লোমা প্রকৌশলী তৈরি এবং কারিগরি শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকার কারিগরি শিক্ষায় ২০২০ সালের মধ্যে ২০% এবং ২০৩০ সালের মধ্যে ৩০% এনরোলমেন্ট নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে “সাইক পলিটেকনিক ইনস্টিটিউট” বদ্ধ পরিকর। কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তি হয়ে উঠুক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ সঠিক মূল্যবোধ সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিতে হয়ে উঠোক পরিপূর্ণ মানুষ। আসুন আমাদের যুব সমাজ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দক্ষতার মান বৃদ্ধিতে “সাইক পলিটেকনিক ইনস্টিটিউট” এর প্রশিক্ষন নিয়ে উন্নত বিশ্বের সাথে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদেরকে আত্নমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলে তাদের উন্নত ভবিষ্যত গড়ি। আমি এই শিক্ষাপরিবারের একজন সদস্য হতে পেরে গর্ববোধ করছি এবং প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি।
প্রতিষ্ঠিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে দক্ষ ও মেধাবী ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। শুধু দেশে নয় দেশের বাহিরেও উচ্চশিক্ষা গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যেমে দেশের সুনাম বয়ে আনছে। নতুন প্রজন্মকে কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করে অনতিবিলম্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
তাই সকলের প্রতি উদাত্ত আহবান, এখন থেকে আমাদের স্লোগান হোক “সবার জন্য কারিগরি শিক্ষা চাই”।